রিমা বেগম পপি:: সিলেটের এয়ারপোর্ট থানা এলাকা থেকে দেশীয় তৈরি মদসহ কৃষ্ণ মুদি (৪০)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯ এর একটি অভিযানিক দল।
বুধবার (২০ জুন) বেলা ২.৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে সিলেট মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন বিমানবন্দরগামী রোডস্থ পুবালী ব্যাংকের সামন থেকে অভিযান চালিয়ে কৃষ্ণ মুদিকে ৬টি প্লাষ্টিকের জারকিন ভর্তি দেশীয় তৈরি চোলাই মদসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত কৃষ্ণ মুদি সিলেটের এয়ারপোর্ট থানার তারাপুর এলাকার মৃত শংকর মুদির ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত কৃষ্ণ মুদি উদ্ধারকৃত মদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে মর্মে র্যারব জানিয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে উদ্ধারকৃত চোলাই মদসহ সিলেটের বিমান বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র্যাব-৯ সিলেট এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী।