পদ্মা সেতু প্রকল্পের ব্যয় বাড়লো ১৪শ কোটি টাকা

নিউজ ডেস্ক:: পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের ব্যয় দ্বিগুণের বেশি বাড়ছে। সেতু নির্মাণে বিলম্ব হওয়ায় নদীর গতিপথ পরিবর্তন এবং ডুবোচরগুলো জেগে উঠায় ব্যক্তি মালিকানার জমিতে ড্রেজিং এর মাটি ফেলা যাচ্ছে না। এজন্য পদ্মা বহুমুখী সেতু নির্মাণ (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় অতিরিক্ত ১৪শ কোটি টাকা ব্যয়ে ১হাজার ১৬২ দশমকি ৬৭ হেক্টর ভূমি অধিগ্রহণের একটি প্রকল্প প্রস্তাব করেছে সেতু বিভাগ।

বৃহস্পতিবারজাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি—একনেক বৈঠকে এ সংক্রান্ত প্রকল্পে অনুমোদন দেয়া হয়। একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুমোদন দেন।

এই প্রকল্প ছাড়াও আরো ১৪টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। এসব প্রকল্প বাস্তবায়নে মোট খরচ ধরা হয়েছে, ১৮ হাজার ৩৭২ কোটি টাকা। পরে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *