নাট্যশিল্পী লিমন এর পক্ষ থেকে দেশবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এক মাস সিয়াম সাধনার পর ধনী গরীব সবার মনে একটি বাসনা জেগে উঠে যেটি হলো ঈদ।
পবিত্র এই সংযমের মাসের শিক্ষা নিয়ে মুসলিম জাতি পেয়ে থাকে একে অপরকে অানন্দ ভাগাভাগির এক দারুন সুযোগ। যে আনন্দে বিশ্বের সকল মুসলমানদের মাঝে তৈরি হয় নতুন এক ভালোবাসার সম্প্রীতি। অতীতের সব দুঃখ নিপাত যাক।নতুন রং এ সাজিয়ে উঠুক সবার সৃজনশীল মনোভাব।
অাসুন অামরা সবাই মিলে সুন্দর একটি সমাজ,সুন্দর একটি দেশ করি।নাট্যরঙ্গ,সিলেট এর পক্ষ থেকে নাটক সমাজ সহ সকল শ্রেণীর ব্যাক্তি গন দের জানাই ঈদ মোবারক।শুভেচ্ছান্তে….. সাইফুল অারেফিন (লিমন) নাট্যশিল্পী, সিলেট।
কমেন্ট