সিলেটে পবিএ ঈদ-উল-ফিতর উপলক্ষে র‌্যাব ৯ এর বিশেষ নিরাপত্তা কার্যক্রম..

রিমা বেগম পপি::  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্টালগ্ন থেকে সমাজের বিশৃংখলা সৃষ্টিকারী কর্মকান্ড,জঙ্গি তৎপরতা ও সন্থাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্টানগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় ১৬ জুন ২০১৮ তারিখ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ- উল- ফিতর উপলক্ষে র‌্যাব ৯ এর বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে।

এ সময় বিভিন্ন জঙ্গি সংগঠন,চরমপন্থী বা স্বার্থাম্বেষী মহল ও সন্থাসীরা এবং যে কোন ধরণের অনাকাঙ্গিত পরিস্তিতি সৃষ্টি না করতে পারে,সে জন্য র‌্যাব ৯ সিলেট কর্তৃক তিন স্হরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।র্যাবের বিশেষ টহলের পাশাপাশি সাদা পোশাকে ও মোটর সাইকেল টহলসহ র্যাব সদস্যগণ ঈদ গা মাঠ,মসজিদ ও তার আশপাশ এলাকায় অত্যান্ত সতর্কতার সহিত অবস্থানে ছিল।এছাড়া ও ঈদের নামাযের আগে নগরীর গুরুত্বপূর্ণ ঈদগাহ মাঠ ও পাশ্ববর্তী জায়গায় বিষ্ফোরক বা অন্য কোন সন্দেহজনক দ্রব্যাদি সনাক্ত করণের করণের নিমিত্তে র‌্যাব ৯ এর বোম্ব ডিসপোসাল টিম কর্তৃক সুইপিং কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।সিলেটের কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠ, শাহজালাল মাজার মসজিদসহ গুরুত্বপূর্ণ ঈদগাহ মাঠের ভিতরে বাহির ও আশপাশ এলাকার অধিকতর নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে র‌্যাব ৯ সুইপিং করে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করে।

ঈদ উৎসবের এ আনন্দময়তার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন এর পক্ষ থেকে সবার জন্য শুভেচ্ছা,ও ঈদ মোবারক জানান মাঈন উদ্দিন চৌধুরী,সিনিয়র এ এস পি,সিনিয়র সহকারি পরিচালক মিডিয়া,র‌্যাব।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *