নিউজ ডেস্ক:: রাজধানীর উত্তরায় জেএমবির সদস্য দুই সহোদরকে গ্রেফতারস করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার দিবাগত রাতে উত্তরার রাজলক্ষী মার্কেটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-আলম মো. আনোয়ার আজিজ ওরফে অনু (৩৯) ও মো. আফছার আজিজ ওরফে অভি (৩৪)। তারা মাগুরা জেলার মোহাম্মদপুরের দিদারুল আলমের ছেলে।
গ্রেফতারকৃত অনুর বিরুদ্ধে নারায়ণগঞ্জের রপগঞ্জ ও বন্দর থানায় সন্ত্রাস বিরোধী আইনে দুটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
কমেন্ট