জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চায় ইরান

স্পোর্টস ডেস্ক :: বিশ্বকাপের দ্বিতীয় দিনেই মুখোমুখি হচ্ছে দুই মুসলিম দেশ ইরান ও মরক্কো। শক্তির বিচারে কিছুটা এগিয়ে মরক্কো। তবে তা আমলে নিচ্ছেন না ইরান কোচ কার্লোস কুইরোজ। তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চান তিনি।

এ নিয়ে পাঁচবার বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ইরান। আর এই প্রথম টানা দুইবার। এর নেপথ্য কারিগর কুইরোজ। দলটিকে ঘষেমেজে তৈরি করেছেন তিনি। শিষ্যদের ধারাবাহিক পারফরম্যান্সও আশা জাগাচ্ছে তাকে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কুইরোজ বলেন, শুরুটা ভালোভাবেই করতে হয়। প্রথম ম্যাচ সবসময়ই বিশেষ কিছু। ম্যাচটি দু’দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। প্রতি দলেই ভালো কিছু খেলোয়াড় আছে। সবাই জয় পেতে চাইবে। সেই লক্ষ্যেই মাঠে নামবে তারা।

এ পর্তুগিজ কোচ বলেন, অস্বীকার করার কিছু নেই- সবাই চাপ নিয়ে বিশ্বকাপে খেলতে আসে। ফুটবলে সাফল্য পেতে হলে আপনাকে গোল করতেই হবে। আমাদের চেষ্টা থাকবে তা করে দেখানোর।বিজয় উদযাপন করতেই রাশিয়ায় এসেছি আমরা।

আজ ৬৭ হাজার ধারণক্ষমতাসম্পন্ন সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে এগিয়ে যাওয়ার লড়াইয়ে নামবে ইরান-মরক্কো। দুদলের মহারণ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *