আলোকিত ব্যক্তি ইমতিয়াজ রহমান ইনুকে সংবর্ধনা প্রদান করেন ভাই বাডিজ সোশ্যল অর্গানাইজেশন। গত সোমবার নগরীর কুশিঘাটে এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা স্বারক তুলে দিন সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরী।
সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিসিক ২২.২৩.২৪নং ওয়ার্ড এর মহিলা কাউন্সিলার সালেহা কবির শেপি।
এসময় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নিজের পৈত্রিক সম্পতিতে ইনু যে প্রতিষ্ঠান গড়ে তুলেছে ও দরিদ্র ও সমাজের জন্য তা সত্তিকারের প্রশংসার দাবিদার। তরুন মেয়র পদপ্রার্থী মুক্তিদার হোসেন তপাদার আরিফ তানভিরের পরিচালনায় উপস্থিত ছিলেন ভাই বাডিজ সোশাল অর্গানাইজেশন এর আহবাবুল হক মাহি, মাহবুব হাসান, শাওন মজিদ, মুরাদ মুস্তাকিম, আফছান খান, নিহাল আলম, নাজিম খান, নৌরুস তাহা, জাবের, সাফওয়ান, রায়হান, রাকিব, আরিফ, নাফিস, তারেক, সাকিব, পাভেল, মাজেদ, মুন্নী বেগম, জুম্মান হোসেন, সাকী প্রমুখ।
সর্বশেষে আলোকিত ব্যক্তি ইনু ভাই বাডিজ সোশাল অর্গানাইজেশন কে ধন্যবাদ জানান তাদের প্রত্যেক সদস্যদের কাছে কৃতিত্ব এবং চিরঋণি প্রকাশ করেন।