৩ জুন: বাণী চিরন্তনী

ধর্মকর্ম ডেস্ক:: হযরত ওসমান (রা.) এর কিছু মহামূল্যবান বাণী:

* দুনিয়াকে যে যত বেশী চিনেছে, সে এর দিক থেকে ততবেশী নিস্পৃহ হয়েছে।- হযরত ওসমান রা:

* শান্তির সাথে জীবন যাপন করার পরও যে ব্যক্তির আকাঙ্খা মিটে না,তার পক্ষে তৃপ্ত হওয়া সম্ভব না।- হযরত ওসমান রা:

* আমল বিহীন এলেম অনেক সময় উপকারী হতে পারে। – হযরত ওসমান রা:

* নিজের বোঝা যতই কম হোক না কেন তা অন্যের উপর চাপাতে চেষ্টা করোনা – হযরত ওসমান রা:

* জিহ্বার স্খলন পদস্খলনের চেয়েও বেশি বিপদজনক। – হযরত ওসমান রা:

* মানুষের হক সম্পর্কে যে সচেতন নয় সে আল্লাহর হক সম্পর্কে কখনই সচেতন হতে পারেনা। – হযরত ওসমান রা:

* যত দুরবস্থায়ই পতিত হও না কেন আদর্শের ক্ষেত্রে পরাজয় বরণ করোনা। – হযরত ওসমান রা:

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *