সিলেটে বিশাল সমাবেশ করেছে উলামা পরিষদ

লা মাযহাবীদের কার্যক্রম বন্ধে সিলেটে বিশাল সমাবেশ করেছে উলামা পরিষদ। বাদ জুমা নগরীর কোর্ট পয়েন্টে এ সমাবেশের আয়োজন করা হয়।

পরিষদের সভাপতি ও দরগাহ মাদ্রাসার মুহতমিম মাওলানা আবুল কালাম জাকারিয়ার সভাপতিত্বে এতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আবদুল মোমেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সাবেক কাউন্সিলর ও বীর মুক্তিযোদ্ধা আবদুল খালিক, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, আওয়ামী লীগ নেতা শফিউল আলম চৌধুরী নাদেল, মাওলানা মোস্তাক আহমদ খান, মাওলানা ক্বারি মুজাম্মিল হোসেন, মাওলানা আতাউর রহমান কোম্পানিগঞ্জী, মাওলানা মনসুরুল হাসান রায়পুরি, রফিকুল ইসলাম খাঁন, ডা. মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মাওলানা আব্দুল কাদির, মাওলানা হাফিজ শিহাব আহমদ, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মাহমুদ হাসান, মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মাওলানা হারুনুর রশীদ সহ-সভাপতি হাফিজ মাওলানা মজদ্দিন আহমদ, জালাবাদ ইমাম সমিতির সিনিয়র সহ-সভাপতি ক্বারি মোজ্জামিল হোসাইন চৌধুরী প্রমুখ।

বাদ জুমা নগরীর বিভিন্ন মসজিদ থেকে মুসল্লীরা মিছিল সহকারে সমাবেশে এসে যোগ দেন। এক পর্যায়ে সমাবেশ লোকে লোকারণ্য হয়ে উঠে। সমাবেশের কারণে কোর্ট পয়েন্টের চার পাশে যান চলাচল অনেকটা সীমিত করে দেয়া হয়।

সমাবেশে বক্তারা বলেন, মাহে রমজান ত্যাগের মাস। এ মাসে যে কোন ধরণের ফিতনা ফ্যাসাদ থেকে বিরত থাকতে তারা লা মাযহাবীদের প্রতি আহ্বান জানান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *