বানিয়াচঙ্গে এক যুবতিকে ধর্ষণ অভিযোগ

বানিয়াচঙ্গে এক যুবতিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অসুস্থ্য অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের যুবতি বৃহস্পতিবার রাত ১০টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বের হলে একই গ্রামের ইসমাইল ও রাজু মিয়া নামে দুই যুবক তাকে ঝাপটে ধরে ধর্ষণ করে। এ সময় যুবতির শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে লম্পটরা পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন যুবতিকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হসপাতালে ভর্তি করেন। হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোজাম্মেল হক জানান, ধর্ষণের অভিযোগে ওই যুবতি রাতে সদর হাসপাতালে ভর্তি হয়েছে। পরীক্ষা নিরীক্ষার পর বুঝা যাবে সে ধর্ষিত হয়েছে কিনা?

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *