স্পোর্টস ডেস্ক ::কাঁধে আঘাত পেলেও আসন্ন বিশ্বকাপ ফুটবলের সর্বোচ্চ আসরে মোহাম্মদ সালাহ খেলতে পারবেন। মিসরের জাতীয় দলের চিকিৎসক মোহাম্মদ আবুল এলা গণমাধ্যমকে এমনটিই জানিয়েছেন। খবর আহরাম অনলাইন।
শনিবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে কাঁধে চোট পাওয়ার কারণে মাঠ ছাড়তে বাধ্য হন ২৫ বছর বয়সী এ তারকা।
শনিবার কিয়েভে মাদ্রিদের কাছে ৩-১ গোলে পরাজিত হয় লিভারপুল।
চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচটিতে প্রথমার্ধের ৩০ মিনিটে রিয়াল ডিফেন্ডার রামোসকে কাটিয়ে বল বের করে নিতে চান সালাহ৷ এই সময় রামোসের সঙ্গে ধাক্কা লাগলে কাঁধে চোট পেয়ে মাঠে শুয়ে পড়েন মিসরীয় ফরোয়ার্ড৷
চলতি মৌসুমে ফর্মের তুঙ্গে ছিলেন মোহাম্মদ সালাহ। তার পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছিল লিভারপুল। তাকে ঘিরেই দীর্ঘ ১৩ বছর পর শিরোপা জয়ের স্বপ্ন দেখছিল অলরেডরা। সেই যাত্রায় বড়সড় ধাক্কা খেল তারা।
মিশরীয় ফুটবল এসোসিয়েশনের সূত্র মতে সালাহর কাঁধে লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
ম্যাচ শেষে সালাহর জন্য সমবেদনা জানিয়ে রামোস টুইটারে লেখেন, অনেক সময় ফুটবল তোমাকে ভাল দিক দেখাবে, আবার কোন সময় খারাপ দিক। সর্বোপরী আমরা সবাই সতীর্থ। দ্রুত সুস্থ হয়ে উঠো সালাহ, ভবিষ্যত তোমার জন্য অপেক্ষা করছে।