উপশহরে দুর্ধর্ষ চুরি: প্রায় অর্ধ কোটি টাকা মালামাল লুট

সিলেট নগরীর একটি সুরক্ষিত ফ্লাটে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। চোরেরা ভবনের ফ্লাটে ঢুকে ডায়মন্ড সেট, স্বর্ণালংকার, নগদ টাকা ও মুল্যবান জিনিসপত্রসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুঠে নেয়।

শনিবার দিনগত রাত ১০টার দিকে নগরীর উপশহর স্পিং টাওয়ার-২ এর ৫ম তলায় প্রবাসী ফেরদৌসী রহমানের ফ্লাটে এ ঘটনা ঘটে।

বাসার বাসিন্দা ফেরদৌসী রহমান জানান, ঘটনার সময় তিনি জরুরী প্রয়োজনে বাসার বাহিরে ছিলেন। রাত দেড়টায় বাসায় ফিরে মালামাল তছনছ করা দেখতে পান।
তিনি বলেন, সংঘবদ্ধ চুরেরা ৩০ লাখ টাকা মুল্যের ডায়মন্ডের গহনা সেট, ২০ লাখ টাকার মূল্যের ৫০ ভরি স্বর্ণালঙ্কার, ১টি আইফোন ও ক্যামেরা লুঠে নেয়।

শাহপরান থানার ওসি আখতার হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সুরক্ষিত ফ্লাটে চুরির এমন ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *