মসজিদে মসজিদে লা-মাযহাব বিরোধী লিফলেট বিতরণ

সিলেট নগরীর বিভিন্ন মসজিদে উলামাপরিষদ বাংলাদেশ’-এর উদ্যোগে লা-মাযহাব বিরোধী লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা এসব লিফলেট বিতরণ করা হয়।

লা-মাযহাবীদের বিভ্রান্তি থেকে সর্বস্তরের মুসলিম সমাজের ঈমানের আমল রক্ষার লক্ষে উলামা পরিষদ বাংলাদেশের পক্ষ থেকে সংগঠনের সভাপতি সিলেট দরগাহ মাদরাসার মুহতামিম মুফতি মাওলানা আবুল কালাম যাকারিয়া লিফলেটে বিভ্রান্তির ব্যাপারে বিভিন্ন ব্যাখ্যা উল্লেখ করেন।

লিফলেটে উল্লেখ করা হয়, দেশের সমস্ত মুসলমান যুগ যুগ ধরে দলমত নির্বিশেষে কুরআন সুন্নাহ ইজমা ও ক্বিয়াসের ভিত্তিতে প্রতিষ্ঠিত সর্ববৃহৎ মাযহাব, হানাফী মাযহাব অনুযায়ী নামাজ রোজাসহ শরীয়তের সকল প্রকার আহকাম সহীহ শুদ্ধভাবে পালন করে আসছে। এমনকি সমগ্র বিশ্বের মুসলমান কোন না কোন মাযহাবের অনুসরণ করে শরীয়তের বিধি-বিধান পালন করে আসছেন। ইদানীং আহলে হাদীস নামে লা-মাযহাবী কিছু লোক শরীয়তের অনেক হুকুম আহকামের ব্যাপারে ভ্রান্ত বক্তব্য দ্বারা সরল প্রাণ মুসলমানদেরকে বিভ্রান্ত করে আসছেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *