সিলেট ওসমানীতে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রাসহ আটক ১

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফের বৈদেশিক মুদ্রার বড় একটি চালান আটক হয়েছে। এবারের চালানে আটক হয়েছে ২ কোটি ১৭ লাখ ৪৩ হাজার টাকা বাংলাদেশী মূল্যমানের বৈদেশিক মুদ্রা। আটক করা হয়েছে দুবাই যাত্রী মিসবাহ উদ্দিন(৫২)। গাজীপুরের কাপাসিয়া উপজেলায় তার বাড়ি।

বিমানবন্দর সূত্র জানায়, প্রথমে সিভিল এভিয়েশন বৈদেশিক মুদ্রার এ চালান আটক করে। পরে অর্থসহ ওই যাত্রীকে শুল্ক গোয়েন্দাদের কাছে হস্তান্তর করা হয়।

সূত্র জানায়, ফ্লাই দুবাইয়ের ওই যাত্রী বুধবার বেলা সাড়ে ৩টায় ওসমানী এয়ারপোর্টে আসেন। এ সময় স্ক্যানিংয়ে তার লাগেজে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার সন্ধান মেলে। জব্দ করা অর্থের মধ্যে সৌদি রিয়াল, দুবাইয়ের দিরহাম এবং বাহরাইনের দিনার রয়েছে। সিলেট বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা এনামুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। আটক যাত্রীকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

প্রসঙ্গত, এর আগে ১১ এপ্রিল ওসমানী বিমানবন্দর থেকে এক কোটি ৪৬ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকা বাংলাদেশী মূল্যমানের বৈদেশিক মুদ্রাসহ একজন আটক হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *