অবশেষে সুলতানপুর সড়ক সংস্কার কাজ শুরু:পরিদর্শনে মিসবাহ সিরাজ

সিলেটের দক্ষিণ সুরমার সুলতানপুর সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। সড়কের চন্ডিপুল থেকে শুরু করে বালাগঞ্জ পর্যন্ত বিভিন্ন স্থানে কংক্রিট উঠে গিয়ে সাধারণ পথযাত্রী শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এ রাস্তা দিয়ে চলাচল করতে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়তেন। এনিয়ে তাদের ক্ষোভের অন্ত নেই। অবশেষে রমজান মাস উপলক্ষে জনসাধারণ দুর্ভোগ কমাতে প্রাথমিক অবস্থায় সড়কটিতে ইট সলিংয়ের মাধ্যমে সংস্কার কাজ শুরু হয়েছে। দীর্ঘ ২৯ কিলোমিটার এ সড়কের সংস্কারে ব্যয় হচ্ছে ৫ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা।

এদিকে, শনিবার দুপুরে সড়ক সংস্কার কাজ পরিদর্শনে যান আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। এসময় তিনি বলেন, ‘শাহজালাল (র.) যে রাস্তা দিয়ে সিলেটে প্রবেশ করেন সেই রাস্তাটির দীর্ঘদিন ধরে বেহাল দশা বিরাজমান ছিল। সেই সড়কটি সংস্কার কাজ শুরু হওয়ায় জনসাধারণের দুর্ভোগ কিছুটা লাঘব হবে।’

সড়কের সিলাম ইউনিয়ন পরিষদের হাজীপুর অংশে রাস্তা সংস্কার কাজ পরিদর্শনকালে তার সাথে ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম শায়েস্তা, সিলেট জেলা কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী শামীম আহমদ, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য মো. কামরান হোসেন, মহানগর ছাত্রলীগ নেতা শাহান আহমদ, জুসিয়ার আল মামুন,দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মীর মতিউর রহমান, উপ শিক্ষা ও পাঠচক্র সম্পাদক, হাসান আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ নেতা আবু বক্কর, সুমন আহমদ, দক্ষিণ সুরমা কলেজ ছাত্রলীগ নেতা জামিল আহমদ, মদন মোহন কলেজ ছাত্রলীগ নেতা আব্দুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকলীগ নেতা কিবরিয়া আহমদ অপু, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ সুহেল আহমদ, বঙ্গবন্ধু স্মৃতি সংদের সভাপতি আব্দুল ওয়াহিদ প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *