বিএনপির ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপির যৌথ মতবিনিময়

সিলেট মহানগর বিএনপির ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপির যৌথ উদ্যোগে রমজানে ইফতার মাহফিল আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ মে বুধবার রাতে নগরীর দরগাহ গেইটস্থ একটি হোটেলের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, কোনো ষড়যন্ত্র করেই দেশমাতা বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখা যাবে না। খালেদা জিয়ার জনপ্রিয়তায় সরকার ভীত হয়ে তাকে কারাগারে রেখে নির্বাচন করতে চায়। দেশের জাতীয়তাবাদী জনগণ কখানো এ ষড়যন্ত্র হতে দেবে না। বক্তারা বলেন, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশন প্রমাণ করেছে তাদের দ্বারা নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। খুলনায় আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করতে সকল অন্যায় কাজ করেছে সরকার। নেতৃবৃন্দ নির্বাচনে কারচুপির তীব্র নিন্দা জানান।

সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন মজুমদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি বদরুন নূর সায়েক, সাংগঠনিক সম্পাদক ও ১নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, উপদেষ্ঠা মাসুদ আহমদ আপ্তাব, সহ-সাংগঠনিক সম্পাদক জৈবুল হোসেন ফাহিম, সহ-শিল্প বিষয়ক সম্পাদক নজির হোসাইন, ১নং ওয়ার্ডের সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্না, সহ-সভাপতি সৈয়দ সাব্বির আহমদ, সহ-সভাপতি নজরুল ইসলাম, ৩নং ওয়ার্ডের সহ-সভাপতি সালেহ আহমদ, ২নং ওয়ার্ডের সহ-সভাপতি কালীপদ সূত্রধর, সহ-সভাপতি হাজী গোলাম মো. চৌধুরী রুস্তম, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মামুন ইবনে রাজ্জাক রাসেল, ২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম লিপন, ৩নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক লাহিন আহমদ, ২নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল হক, মহানগর বিএনপির সদস্য মাহবুব আহমদ চৌধুরী, মো. আব্দুর রাজ্জাক, যুবদল নেতা আশফাক সিদ্দিকী রাহাত, রাখা আচার্য, হানিফ মিয়া, শামসুল হক চৌধুরী, আহাদুল ইসলাম চৌধুরী, আব্দুর রকিব প্রমুখ। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *