নিউজ ডেস্ক:: ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক নুমেরী জামান নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।
এসময় শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, ফেন্সুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন।
শপথগ্রহণ করেন- ১নম্বর ফেঞ্চুগঞ্জ ইউপির নবনির্বাচিত (স্বতন্ত্র) চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা, ২নম্বর মাইজগাঁও ইউপির (বিএনপি) সুফিয়ানুল করিম, ৩নম্বর ঘিলাছড়া ইউপির (আওয়ামী লীগ) আবুল লেইস চৌধুরী, ৪নম্বর উত্তর কুশিয়ারায় ইউপির (বিএনপি) আহমেদ জিলু, ৫নম্বর উত্তর ফেঞ্চুগঞ্জ ইউপির (বিএনপি) এমরান উদ্দিন।