বিনোদন ডেস্ক:: অভিনেতা মিঠুন চক্রবর্তী গুরুতর অসুস্থ। পিঠের যন্ত্রণায় তিনি বেশ কিছুদিন ধরেই কাবু। তবে সম্প্রতি দিল্লিতে তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। পিঠের যন্ত্রণার জন্য এক সময় উটিতেও চিকিৎসা করান মিঠুন। কিন্তু তেমন কোনো ফল হয়নি। তবে দিল্লিতে চিকৎসায় তিনি সাড়া পাচ্ছেন বলে তার ঘনিষ্ঠ সূত্রে জানানো হয়েছে। বেশ কিছুদিন ধরেই মিঠুন চলচ্চিত্র থেকে দূরে সরে রয়েছেন।
ছোট পর্দাছও তাকে সেভাবে দেখা যাচ্ছিল না। রাজনীতির জগত থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন। সবার অলক্ষ্যে একান্তে সময় কাটাচ্ছিলেন। বলিউডের একসময়ের ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তীর জন্যে পাগল ছিল কিশোরী থেকে বৃদ্ধা সকলেই। তার সঙ্গে নাম জড়িয়েছিল প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর। একটা সময় একের পর এক সম্পর্কে জড়িয়েছেন তিনি। তবে যোগিতা বালিকে বিয়ে করার পর অনেকটাই থিতু হয়েছেন।
তার দুই ছেলে। এছাড়া দত্তক নিয়েছেন একটি মেয়েকে। শেষ মিঠুনকে দেখা গেছে জনপ্রিয় ড্যান্স রিয়েলিটি শো ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স’-এর বিচারক হিসেবে। কিন্তু শারীরিক অবস্থার কারণে ওই শো থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি।