নিউজ ডেস্ক:: খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে ২৪নং ওয়ার্ডের একটি কেন্দ্রে দুই ঘন্টার মধ্যে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে। আজ সকালে জালভোট দেয়ার অভিযোগে ইকবাল নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ভোটগ্রহণ স্থগিতের ঘটনা ঘটেছে।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার খলিলুর রহমান জানান, সকাল ৮টার দিকে শুরু হওয়া ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই চলছিল।
কিন্তু দুই ঘন্টার মাথায় সকাল ১০টার দিকে একদল দুর্বৃত্ত ভোটকেন্দ্রে জোরপূর্বক ঢুকে অস্ত্রের মুখে জালভোট দিয়ে চলে যান। এ সময় পুলিশের কোনোপ্রকার সহযোগিতা না পাওয়ায় বাধ্য হয়ে ভোটগ্রহণ স্থগিত করা হয়। রিটার্নিং অফিসার মো. ইউনূস আলী বেলা ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান।
এদিকে এই কেন্দ্রের ভোটাররা ভোট দিতে না পারায় ভোটকেন্দ্রের বাইরে বিক্ষোভ করেন।