ইমদাদুর রহমান ছিদ্দেকী-
নিজে বাচাঁর মাঝে
দুটা নঙ্গর ক্ষেত্র।
ঢেউএর দ্বিগুন ধার
উজ্জলতা ও বিষন্নতা।
কাব্য.
ইমদাদুর রহমান ছিদ্দেকী
কাব্য অন্ধকারতম ভাবনার
কথা বলে,
পরিচয় পত্রের পিছনে লোকানো
গভীরতম দুঃখ,
শব্দ গুলোর হতে ঝরছে
বন্দন, ক্ষতবিক্ষত ভাবনা।
যাত্রা
ইমদাদুর রহমান ছিদ্দেকী
বেদনার গহিন সাগরে
আমার সারারাত্রি ভারাক্রান্ত নৌকা চলছে,
কেমন দূর্দান্ত
অপেক্ষাতর— ইহা
একটা আনন্দময় ভোরের।
কমেন্ট