মহান মে দিবসে হোটেল রেস্তোরা শ্রমিকলীগ সিলেট জেলা ও মহানগরের র‌্যালী সমাবেশ

মহান মে দিবস উপলক্ষ্যে বিকাল ৩টায় সিলেট নগরীর রেজিস্টার মাঠ হতে হোটেল রেস্তোরা শ্রমিকলীগ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে এক র‌্যালী বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সিলেট জেলার সভাপতি আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবু সাঈদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মহানগর কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম হাওলাদার, জেলার দপ্তর সম্পাদক নাসির আহমদ, অর্থ সম্পাদক আব্দুল কাহার, বাচিত বাবুর্চি, মীর সাইফুল, শাহীন বাবুর্চি, আব্দুল আলী, আশরাফ বাবুর্চি, রফু মিয়া, আব্দুল করিম, লিটন আহমদ, লিয়াকত মুন্সি, মনতাজ বাবুর্চি, আবুল কাশেম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আটঘন্টা কাজ, কর্মপরিবেশ, ন্যায্য মজুরীসহ শ্রমিক অধিকার নিশ্চিত করার দাবি উঠে এসেছে মহান মে দিবসের বিভিন্ন কর্মসূচিতে। শ্রমজীবী-মেহনতি মানুষ এখনো বঞ্ছনার শিকার বলেও দাবি তাদের। শ্রমিকদের সুবিধা নিশ্চিত করতে সরকারের নেয়া নানা কর্মসূচি বাস্তবায়নের আহবান জানান বক্তারা।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *