নিজস্ব প্রতিবেদক:: জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক চৌধুরীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আব্দুল কাইয়ুম।
এক বিবৃতিতে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটক করে সরকার যেভাবে জনরোষে পড়েছে তা থেকে বাঁচতে বিএনপি, ছাত্রদল সহ বিএনপির সকল অঙ্গ সংগঠণের নেতাকর্মী এমনকি সাধারন জনগণের উপর দমন পীড়ণের মাত্রা বৃদ্ধি করেছে। এরই ধারাবাহিকতায় জাতীয়তাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরীকে ষড়যন্ত্রমুলক মামলায় গ্রেফতার করেছে।
বিবৃতিতে তিনি বলেন জুলুম নির্যাতন করে আজ পর্যন্ত কোন স্বৈরাচার টিকে থাকতে পারেনি, শেখ হাসিনাও পারবেনা। তিনি অবিলম্বে মাহবুবুল হক চৌধুরী সহ কারাগারে আটক সকল নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।