দুর্বৃত্তদের হামলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. আবুল কাশেম নামের এক কর্মকর্তা আহত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত আছেন। আহতবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ ধামালী পাড়া এলাকায় নিজ বাসার সামনে তার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে তিনি আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আহত আবুল কাশেম জানান, কয়েকদিন ধরে এলাকার কিছু বখাটে তার কাছে টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে এলাকার আনোয়ার, সায়েফ, রাজনসহ কয়েকজন এসে তার উপর হামলা চালায় বলে জানান তিনি।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, অভিযোগের প্রেক্ষিতে মামলা গ্রহণ করা হবে। ইতোমধ্যে এলাকায় অভিযান চালাননো হয়েছে। তবে এখনো কাররও আটক করা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে শাবি প্রক্টর জহির উদ্দিন আহমেদ বলেন, ঘটনাটি পুলিশকে অবহিত করা এবং সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।