শিলং তীর’যুব সমাজ ধ্বংশের ডিজিটাল হাতিয়ার

নিজস্ব প্রতিবেদক:: “শিলং তীর” নামক একটি অনলাইন জুয়া খেলা খুবই দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। এই জনপ্রিয়তার পেছনে মূল কারণ হচ্ছে দুটি – একটি হচ্ছে তথ্য প্রযুক্তি আর অন্যটি হচ্ছে যুব সমাজ।

তরুণরা খুবই দ্রুত তথ্য প্রযুক্তির বিভিন্ন খুটিনাটি বিষয় আয়ত্তে আনতে পারে বলে তারা “শিলং তীর” নামক জুয়া খেলায় আসক্ত হয়ে পড়েছে। সিলেট নগরীর প্রত্যেকটি পাড়া মহল্লায় উঠতি বয়সি ছেলে থেকে শুরু করে মধ্য বয়সী পুরুষ কিংবা বৃদ্ধরাও এই জুয়ায় জড়িয়ে পড়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে পুলিশ প্রশাসনকে টাকা দিয়ে ম্যানেজ করেই কতিপয় খারাপ ব্যাক্তিরা এসব অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সিলেট নগরীর লালবাজার,হর্কাস মার্কেট, শেখঘাট,কাজিরবাজার আর খুলিয়াটুলা, মদিনা মার্কেট,বাগ বাড়ি, ওসমানি মেডিকেল কলেজ ২ নং গেইট, আখালিয়া, যেন এই জুয়া খেলার অভয়ারণে পরিণত হয়েছে। এসব এলাকার কিছু ব্যক্তির কারণে পুরো এলাকা কলুষিত।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *