ধোপাদিঘির অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবি

সিলেট নগরের হাতেগোনা প্রাকৃতিক জলাধারের অন্যতম ধোপাদিঘি। ধোপা দিঘির অবৈধ দখলদারদের উচ্ছেদ না করে ওয়াকওয়ে নির্মাণ ও দিঘির মধ্যবর্তী জায়গা ভরাট করে রাস্তাসহ স্থাপনা নির্মাণের প্রতিবাদে সিলেটে পরিবেশবাদীদের উদ্যোগে ‘নাগরিকবন্ধন’ কর্মসুচি পালন করা হয়েছে।

সোমবার বিকেল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখা এ নাগরিকবন্ধন কর্মসূচির আয়োজন করে।

বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধি ও পরিবেশবাদীদের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে নাগরিক প্রতিনিধিরা সংহতি জানিয়ে বক্তব্য দেন। গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশিষ দেবুর সঞ্চালনায় ও বাপা সিলেট শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট এমাদুল্লাহ শহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচির প্রেক্ষাপট তুলে ধরে স্বাগত বক্তব্য দেন বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফুল কবির, সমাজকর্মী ডা. নাজরা চৌধুরী, সিনিয়র সাংবাদিক বদরুদ্দোজা বদর, আ ফ ম সাঈদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ও উর্বশীর সভাপতি মোকাদ্দেস বাবুল, নাগরিক মৈত্রী সিলেটের আহ্বায়ক সমরবিজয় সি শেখর, নাগরিক সংগঠক অ্যাডভোকেট গোলাম সোবহান চৌধুরী দিপন, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) সিলেটের বিভাগীয় সমন্বয়কারী অ্যাডভোকেট শাহ শাহেদা আখতার, বাপা সিলেটের যুগ্ম সম্পাদক সাংবাদিক ছামির মাহমুদ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেব, সারি বাঁচাও আন্দোলনের সমন্বয়ক আব্দুল হাই আল হাদী, বিশিষ্ট ব্যাবসায়ী মোহাইমিন চৌধুরী, সংস্কৃতিক সংগঠন শতভিষার মুখ্য নির্বাহী রীমা দাস, উইমেন ওয়ার্ডসের সম্পাদক অদিতি দাস, নারী সংগঠক বর্ণা ব্যানার্জি, লিটল ম্যাগাজিন মেঠোসুর সম্পাদক বিমান তালুকদার, বাপা সংগঠক সুপ্রজিত তালুকদার, সিলেট ডিবেট ফেডারেশনের সভাপতি রেদোয়ান আহমদ, ইয়াং বাংলার কো-অর্ডিনেটর আলি হাসান রুমেল, তরুণ সংগঠক নাবিদ হাসান ও অরুপ রায় প্রমুখ।

বক্তারা অবিলম্বে দিঘির চারপাশে ওয়াকয়ে নির্মাণ ও দিঘির অভ্যন্তরে মাটি ভরাট কাজ বন্ধের দাবি জানান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *