সড়ক দুর্ঘটনায় আহত আব্বাস, সামাদ ও সুজেল শঙ্কামুক্ত

নিউজ ডেস্ক:: সিলেট থেকে সড়ক পথে কুলাউড়া যাওয়ার পথে দুর্ঘটনায় আহত কেন্দ্রীয় যুবলীগ নেতা এডভোকেট আব্বাস উদ্দিন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও জেলা যুবলীগ নেতা সুজেল আহমদ তালুকদার পুরোপুরি শঙ্কামুক্ত আছেন। তারা প্রত্যেকেই শরীরের বিভিন্নস্থানে আঘাত পেয়েছেন।

জানা যায়- রবিবার রাতে একই গাড়িতে করে কুলাউড়া যাচ্ছিলেন আব্বাস, সামাদ ও সুজেল। গাড়ি চালাচ্ছিলেন সুজেল আহমদ তালুকদার। তাদের সাথে স্বেচ্ছাসেবক লীগ নেতা এমদাদ হোসেনও ছিলেন। রাত ১০টার দিকে রাজনগর উপজেলার উদমার পুল এলাকায় রাস্তার পাশের একটি ব্রিজের সাথে তাদের গাড়িটি ধাক্কা খায়। এতে গাড়ির সামনের দিক ক্ষতিগ্রস্ত হয় এবং তারা তিনজন আহত হন।

ঘটনার পর তাদেরকে এ্যাম্বুলেন্সযোগে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা জানিয়েছেন শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেলেও তারা আশংকামুক্ত রয়েছেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *