নিউজ ডেস্ক:: নরসিংদীতে প্রেমিককে আটকে রেখে এক নারীকে ধর্ষণের অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার ভোরে নরসিংদী ও শিবপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ভূক্তভোগী ওই নারীর বরাত দিয়ে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আব্দুল গাফফার জানান, দুই বছর আগে তার স্বামী মারা যায়। পরে মোবাইলে নরসিংদীর সাহেপ্রতাপ এলাকার এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শনিবার রাতে প্রেমিকের সঙ্গে দেখা করতে নরসিংদী আসেন তিনি। রাত প্রায় ১২টার দিকে দুজনে রিকশায় করে ওই ছেলের বাড়িতে যাচ্ছিলেন। এমন সময় মোটরসাইকেল নিয়ে কয়েকজন এসে রিকশার গতিরোধ করে। এরপর তার প্রেমিককে আটকে রেখে তাকে শিবপুরের কুমড়াদীর একটি পরিত্যক্ত মিলের ভেতরে নিয়ে দলবেঁধে ধর্ষণ করে বলে জানান ওই নারী।
পুলিশজানায়, মেয়েটি ধর্ষণের বিষয়টি জানালে তাকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করা হয়। তারা সবাই এলাকার চিহ্নিত সন্ত্রাসী।