আন্তর্জাতিক ডেস্ক:: চলতি মাসের শুরুর দিকে কঠোর গোপনীয়তার মধ্যে উত্তর কোরিয়া সফর করেছেন সিআইএ (যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি) প্রধান মাইক পম্পে।
সফরে তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিমের মধ্যে সম্ভাব্য বৈঠকের পরিকল্পনার অংশ হিসেবে এই সফর অনুষ্ঠিত হয়েছে।
পারমাণবিক অস্ত্র কর্মসূচির জের ধরে কয়েক দশক ধরেই উত্তর কোরিয়ার ওপর অবরোধ আরোপ করে আসছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। অবরোধ উপেক্ষা করে কর্মসূচি চালিয়ে যাওয়া উত্তর কোরিয়া চলতি বছরের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগ্রহ দেখায়। প্রতিবেশি দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে আলোচনার প্রস্তাব পাঠায় দেশটি।
যুক্তরাষ্ট্র ওই আমন্ত্রণ গ্রহণ করলে সম্ভাব্য বৈঠক কোথায় হবে তা নিয়ে সংবাদমাধ্যমগুলোতে আলোচনা শুরু হয়। আগামী জুনের প্রথম দিকে এই বৈঠক হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।