মুক্তিযুদ্ধারা শুধু জাতির শ্রেষ্ঠ সন্তান নয় তারা আমাদের অহংকার: আলহাজ্ব আশফাক আহমদ

সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, মুক্তিযুদ্ধারা শুধু জাতির শ্রেষ্ঠ সন্তান নয় তারা আমাদের অহংকার। ১৯৭১সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে এই বীর সন্তানরা জীবন বাজী রেখে যদি যুদ্ধে ঝাপিয়ে পড়তেন না তাহলে দেশ স্বাধীন হতো না আর আমরা ও মন্ত্রী- এমপি ও চেয়ারম্যান হতাম না। তাই এই বীর সন্তানদের ঋণ কখন শোধ করা সম্ভব নয়। তাদেরকে চিরদিন মর্যাদা এবং শ্রদ্ধার আসনে রাখতে হবে। গতকাল ১২ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে সিলেট সদর উপজেলার বাদাঘাট বাজারে সদর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযুদ্ধা ওয়াছিব উল্লার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার হাজী ইশাদ আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা সোহেল আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিকুল হক, ৮ নং কান্দিগাঁও ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, সাবেক জেলা কমান্ডার মির্জা জামাল পাশা, উপজেলা সাবেক কমান্ডার সাকির আলী। জেলা মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক আল মামুন শাহিনের আয়োজনে সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা মতছির আলী, আমির আলী, মছদ্দর আলী, আব্দুল কাদির, আব্দুল করিম, জমসেদ আলী, ইউসুব নূর, মকবুল আলী, আরফান আলী, শ্রী বারেন্দ্র দেব, ভূলাই মিয়া, আসক আলী, নূর মিয়া, আজমান আলী, এশাদ আলী, ওয়াসিদ উল্লা, হানিফ আলী, আছদ আলী, আব্দুর রহমান, হাজী আব্দুন নূর, আরমান আলী, মুরব্বী সুলতান মোঃ কটাই, ইউনুস আলী, নূর মিয়া, এলাইছ মিয়া, তৈয়ব আলী, মরম আলী, উপজেলা যুবলীগ নেতা জয়নাল আবেদীন, মবশ্বর আলী মেম্বার, ফয়েজ আহমদ, আতাউর রহমান সাধু, মমশর আলী, সাহাব উদ্দিন, ইউসুব আলী প্রমুখ।

শোক সভা শেষে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বাদাঘাট জামে মসজিদের ইমাম ইসকন্দর আলী।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *