সিলেটের গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে আটজন নিহত ও অন্তত ২৩ জন আহত হয়েছেন।
৩১ মার্চ, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বিশম্বরদি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ পাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুকসুদপুরের সিন্ধয়াঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মহিদুল ইসলামের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী ‘সুগন্ধা পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস বিশম্বরদি এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এ সময় বাসটি একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যায়। এতে আহত হয় অন্তত ২৩ জন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।