নিউজ ডেস্ক:: দেশের মানুষের কোনো অধিকার নেই। সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে বর্তমান সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৭ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে ‘স্বাধীনতা র্যালি’ উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি এ র্যালির আয়োজন করেছে।দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয়।
র্যালিতে বিএনপি স্থায়ী কমিটির সদস্যসহ দলের সিনিয়র নেতারা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কমেন্ট