দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মোঃ কামাল হোসেন বলেছেন, বাংলাদেশের শিক্ষক সমাজের আশা-আঙ্কাকা ও দাবি-দাওয়া পূরণ করতে সরকার চেষ্ঠা করে যাচ্ছে। তিনি বলেন, আমিও আপনাদের আন্দোলনের সাথে একমত, আপনাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে বঞ্চিত প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয় করণ বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সার্বিক তত্ত্বাবধানে, সকল বিভাগে একযোগে জাতীয় করণ প্রক্রিয়াকে গতিশীল করার লক্ষ্যে সিলেট বিভাগীয় শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মঙ্গলবার সকাল ১১টায় সিলেট আম্বরখানাস্থ একটি অভিজাত হোটেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে ও হবিগঞ্জ জেলার সভাপতি শাহজাহান মিয়া এবং সিলেট বিভাগীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা ফাহিমা আক্তারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ শাহাদাত হোসেন, সিলেট জেলা শাখার সভাপতি মোঃ বোরহান উদ্দিন, সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি অনুপম কুমার সিংহ, হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মহসিন উদ্দিন, সুনামগঞ্জ জেলা শাখার অর্থ সম্পাদক ফরিদ উদ্দিন। বক্তব্য রাখেন- আব্দুল বাছিত, মোঃ মদরীছ আলী, চন্দন কুমার পাসী, লিপি বেগম, রাজন মিয়া, ফয়সল আহমদ, পারভেজ আহমদ রাজু, আব্দুল মন্নান, সখী চরণ দাস, সাইফুলাহ, মনোরঞ্জন তালুকদার, উত্তম কুমার দাস প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন- সিলেট বিভাগীয় কমিটির অর্থ সম্পাদক মোঃ আব্দুল মালেক।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *