জৈন্তাপুর উপজেলার আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. আব্দুল্লাহ (৭৫) আর নেই। গতকাল সোমবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ খবর পেয়েই গতকাল সন্ধ্যায় জৈন্তাপুরের হরিপুরের চানঘাট এলাকাস্থ মরহুম আব্দুল্লাহর বাড়িতে ছুটে যান আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। তিনি মরহুমের পরিবারের সদস্যদের শান্ত¦না প্রদান করেন।
মিসবাহ উদ্দিন সিরাজকে জড়িয়ে ধরে মো. আব্দুল্লাহর ভাই শাহ আলম, ভাতিজা আব্দুল মান্নান ও ভাগ্নে ফয়জুর রহমান কান্নায় ভেঙে পড়েন। তাদেরকে শান্তনা দেন মিসবাহ সিরাজ।
এসময় অন্যান্যের মধ্যে সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা হাজী আব্দুল মতিন, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ বাবর, কোম্পানিগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি হাজী মো. শামীম আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।