নিউজ ডেক্স:: গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ পাহাড় লাইনের লক্ষ্মনাবন্দ এলাকায় একটি বস্তিতে আগুন লেগে ৩শিশুসহ অন্তত ৫জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ২জন দগ্ধ হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে আগুন লাগার এই ঘটনা ঘটে।
মুহূর্তেই আগুন ভয়াবহ রূপ নেয়। পরে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক শিবলী এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের মধ্যে ১ জন শিশু,২ জন কিশোর ও ২ জন নারী রয়েছেন ।
কমেন্ট