রাজধানীতে যুবদলের বিক্ষোভ

নিউজ ডেস্ক:: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে যুবদল।

বৃহস্পতিবার সকালে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

ঢাকা মহানগর উত্তর আয়োজিত বিক্ষোভ মিছিলটি মগবাজার মোড় থেকে শুরু হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা দেয় আদালত। এছাড়া তারেক রহমানসহ মামলার অন্য আসামিদের ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। রায় ঘোষণার পর থেকে খালেদা জিয়া কারাগারে আছেন।

বিএনপির প্রধানের কারাগারে যাওয়ার পর থেকেই তার নিঃশর্ত মুক্তির দাবিতে একের পর এক কর্মসূচি পালন করে আসছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে আজ বিক্ষোভ করছে যুবদল।

আজকের মিছিলে ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন ও সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল রিয়াদসহ যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *