সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে চোখ ধাঁধানো অ্যাক্রোবেটিক প্রদর্শনীতে মুগ্ধ দর্শক

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং সিলেট জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যাক্রোবেটিক দলের পরিবেশনায় আজ (১৪ মার্চ) সন্ধ্যা ৭টায় পূর্ব শাহী ঈদগাহস্থ সিলেট জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বিশ্বের অন্যতম জনপ্রিয় মাধ্যম অ্যাক্রোবেটিক প্রদর্শিত হয়।মুহুর্মহুর করতালিতে প্রশংসিত হয় সিলেট শিল্পকলা একাডেমিতে ব্যতিক্রমধর্মী আয়োজন অ্যাক্রোবেটিক প্রদর্শনীটি। চোখ ধাঁধানো ও রোমাঞ্চকর পরিবেশনায় মুগ্ধ আগত মাঠ ভর্তি দর্শক। এ জাতীয় আয়োজন সুস্থ, সুন্দর ও সংস্কৃতি বান্ধব জাতি বিনির্মাণে মুখ্য ভূমিকা পালন করবে বলে আগত দর্শকদের সকলেই মনে করেন। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান।

আবৃত্তিশিল্পী সৈয়দ সাইমুম আনজুম ইভানের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সিলেট এর উপপরিচালক দেবজিৎ সিংহ: সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ লুৎফুর রহমান ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যাক্রোবেটিক দলের সমন্বয়কারী মুসা রুবেলের -এর ধারা বর্ণনায় পরিবেশিত পুরো অ্যাক্রোবেটিক প্রদর্শনীটি উপভোগ করেন আগত সুধী দর্শক।

 

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *