রোনাল্ডোর আগুনে ফর্ম নিয়ে মেসি চিন্তিত নন

খেলাধূলা ডেস্ক::  চলতি মৌসুমের শুরুটা ভালো কাটেনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ওই সময়ে ভীষণ গোল খরায় ভুগেছেন তিনি। তবে তা পেছনে ফেলে ফের ছন্দে ফিরেছেন সিআর সেভেন। এখন রয়েছেন আগুনে ফর্মে।

প্রায় প্রতি ম্যাচেই গোল করে জেতাচ্ছেন রিয়াল মাদ্রিদকে। এতে আগামী ব্যালন ডিঅর জয়ের দৌড়ে সামনে এসে গেছেন পর্তুগিজ সুপারস্টার। তবে চিরপ্রতিদ্বন্দ্বীর এখানে চলে আসা নিয়ে মোটেও উদ্বিগ্ন নন লিওনেল মেসি।

গত সেপ্টেম্বরে ফর্মে ফেরেন রোনাল্ডো। তা এখনও ধরে রেখেছেন তিনি। গোল করেই চলেছেন। এ মুহূর্তে সব প্রতিযোগিতা মিলিয়ে মেসির চেয়ে মাত্র ৬ গোল পিছিয়ে আছেন। এতে ফের সম্ভাব্য ব্যালন ডিঅর জয়ীর তালিকার সামনের কাতারে বসে গেছেন এ ক্ষিপ্রগতির ফুটবলার।

যাহোক, ডন ব্যালন জানিয়েছে, রোনাল্ডোর এমন ফর্ম নিয়ে আদতে চিন্তিত নন মেসি। এর নেপথ্যে রয়েছে মাত্র একটি কারণ।

ছোট ম্যাজিসিয়ান মনে করেন, আগামী ব্যালন ডিঅরকে জিতবেন, তা বেশ নির্ভর করছে রাশিয়া বিশ্বকাপের ওপর। সেখানে যে সবচেয়ে ভালো করবে, তার হাতেই উঠবে ফুটবলের সবচেয়ে মর্যাদার পুরস্কারটি। সেক্ষেত্রে বন্ধু নেইমারের হাতেও তা শোভা পেতে পারে।

ফর্মের তুঙ্গে আছেন মেসিও। মৌসুমের শুরু থেকেই চোখধাঁধানো পারফরম করে যাচ্ছেন তিনি। বার্সাকে রেখেছেন লা লিগা ও কোপা ডেল রে শিরোপা জয়ের রেসে। চ্যাম্পিয়নস লিগের প্রতিযোগিতাতেও টিকিয়ে রেখেছেন। একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে পাইয়ে দিয়েছেন বিশ্বকাপের টিকিট।

গত এক দশক ধরে ব্যালন ডি’অরকে বাপ-দাদার সম্পত্তি বানিয়ে ফেলেছেন মেসি-রোনাল্ডো। এ সময়ে দুজনই সমান পাঁচবার করে তা শোকেসে ভরেছেন।া
ণাঅনজচলতি মৌসুমের শুরুটা ভালো কাটেনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ওই সময়ে ভীষণ গোল খরায় ভুগেছেন তিনি। তবে তা পেছনে ফেলে ফের ছন্দে ফিরেছেন সিআর সেভেন। এখন রয়েছেন আগুনে ফর্মে।

প্রায় প্রতি ম্যাচেই গোল করে জেতাচ্ছেন রিয়াল মাদ্রিদকে। এতে আগামী ব্যালন ডিঅর জয়ের দৌড়ে সামনে এসে গেছেন পর্তুগিজ সুপারস্টার। তবে চিরপ্রতিদ্বন্দ্বীর এখানে চলে আসা নিয়ে মোটেও উদ্বিগ্ন নন লিওনেল মেসি।

গত সেপ্টেম্বরে ফর্মে ফেরেন রোনাল্ডো। তা এখনও ধরে রেখেছেন তিনি। গোল করেই চলেছেন। এ মুহূর্তে সব প্রতিযোগিতা মিলিয়ে মেসির চেয়ে মাত্র ৬ গোল পিছিয়ে আছেন। এতে ফের সম্ভাব্য ব্যালন ডিঅর জয়ীর তালিকার সামনের কাতারে বসে গেছেন এ ক্ষিপ্রগতির ফুটবলার।

যাহোক, ডন ব্যালন জানিয়েছে, রোনাল্ডোর এমন ফর্ম নিয়ে আদতে চিন্তিত নন মেসি। এর নেপথ্যে রয়েছে মাত্র একটি কারণ।

ছোট ম্যাজিসিয়ান মনে করেন, আগামী ব্যালন ডিঅরকে জিতবেন, তা বেশ নির্ভর করছে রাশিয়া বিশ্বকাপের ওপর। সেখানে যে সবচেয়ে ভালো করবে, তার হাতেই উঠবে ফুটবলের সবচেয়ে মর্যাদার পুরস্কারটি। সেক্ষেত্রে বন্ধু নেইমারের হাতেও তা শোভা পেতে পারে।

ফর্মের তুঙ্গে আছেন মেসিও। মৌসুমের শুরু থেকেই চোখধাঁধানো পারফরম করে যাচ্ছেন তিনি। বার্সাকে রেখেছেন লা লিগা ও কোপা ডেল রে শিরোপা জয়ের রেসে। চ্যাম্পিয়নস লিগের প্রতিযোগিতাতেও টিকিয়ে রেখেছেন। একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে পাইয়ে দিয়েছেন বিশ্বকাপের টিকিট।

গত এক দশক ধরে ব্যালন ডি’অরকে বাপ-দাদার সম্পত্তি বানিয়ে ফেলেছেন মেসি-রোনাল্ডো। এ সময়ে দুজনই সমান পাঁচবার করে তা শোকেসে ভরেছেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *