খেলাধূলা ডেস্ক:: বিশ্বকাপকে সামনে রেখে তারকা ফুটবলারদের ওপর নজর রাখছেন জাতীয় কোচরা। জাতীয় শিবির চায় তারকা ফুটবলারদের বুঝে শুনে ব্যবহার করুক ক্লাবগুলো। কিন্তু এরই মধ্যে একের পর এক তারকা ফুটবলার ইনজুরিতে পড়ছেন, আর তাদের বিশ্বকাপ খেলা নিয়ে দেখা দিচ্ছে শঙ্কা।
ক’দিন আগে মার্সেইয়ের বিরুদ্ধে গোড়ালিতে চোট পেয়ে পিএসজি তারকা নেইমারের বিশ্বকাপে অনিশ্চিত হয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছে ব্রাজিলের জাতীয় ফুটবল সংস্থা। এবার একই রকম চোটের কবলে পড়লেন ইংল্যান্ড তারকা হ্যারি কেন। নেইমারের মতোই গোড়ালি মচকে আসন্ন রাশিয়া বিশ্বকাপে অনিশ্চিত হয়ে পড়লেন টটেনহ্যাম স্ট্রাইকার।
রবিবার এএফসি বোর্নমাউথের বিরুদ্ধে ম্যাচের ৩৪ মিনিটে প্রতিপক্ষ গোলকিপার আসমির বেগোভিচের সঙ্গে ধাক্কা লাগে টটেনহ্যাম তারকার। গোড়ালি মচকে মাঠেই বসে পড়েন হ্যারি কেন। প্রাথমিক চিকিৎসার পরেও খেলার মতো অবস্থায় না থাকায় মাঠ ছাড়তে হয় তাকে। পরে বিশেষ বুট পরে ক্রাচে ভর দিয়ে স্টেডিয়াম ছাড়েন তিনি।
চোটের গুরুত্ব বুঝতে কেনের গোড়ালিতে স্ক্যান করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। রিপোর্ট হাতে এলে তবেই বলা সম্ভব ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে।
তবে ইংল্যান্ড কোচ সাউথগেট ও টটেনহ্যান কোচ পোচেত্তিনো উভয়েই কেনকে নিয়ে আশাবাদী। তারা মনে করছেন, কেনের চোট গুরুতর হয়ে দেখা দেবে না। যদিও একই জায়গায় বার বার চোট পাওয়া নিয়ে একটু উদ্বিগ্ন দেখায় দুই কোচকেই।