সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

অধ্যাপক ড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার উদ্যোগে রোববার বিকেল ৪টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আম্বরখানা পয়েন্টে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার সভাপতি পাপ্পু চন্দের সভাপতিত্বে ও সঞ্জয় শর্মার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য লিটন দেব নাথ। এসময় উপস্থিত ছিলেন, ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক বদরুল আমিন, অমৃত মোহন্ত, সঞ্জিত শর্মা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, শাসকদল ক্যাম্পাসে দখলদারিত্ব বজায় রাখলেও ছাত্র ও শিক্ষকদের নিরাপত্তা দিতে ব্যর্থ তা জাফর ইকবালের উপর হামলার মধ্য দিয়ে প্রমাণিত হয়। ভিন্নমতের প্রতি হামলা কোন সভ্য গণতান্ত্রিক সমাজ মেনে নিতে পারে না। একের পর এক মুক্তমনা-বিজ্ঞানমনস্ক লেখক, প্রগতিশীল লোকদের উপর হামলার ধারাবাহিকতায় অধ্যাপক ড. জাফর ইকবালের উপর এই হামলা। বক্তারা হামলাকারীদের এবং হামলা পরিকল্পনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *