৬ মার্চ জাতীয় পাট দিবসকে সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা

আগামী ৬ মার্চ জাতীয় পাট দিবসকে সফল করার লক্ষ্যে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে পাট অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনের রোববার সকালে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সাংবাদিক কলামিস্ট আফতাব উদ্দিন, জনতা ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মো. শাহাদাত হোসেন, শাহজাহান করিব, সিলেট সরকারি কলেজের প্রভাষক মো. ফরিদ মিয়া, বাংলাদেশ বেতার সিলেটের সহকারী পরিচালক মো. জোনায়েদ হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল এর তনয় বিশ্বাস, জেলা কাস্টমস এর সহকারী কমিশণার মো. হিফজুর রহমান খান, জেলা সমবায় কার্যালয়ের মো. শরীফ উদ্দিন, রূপালী ব্যাংকের জোনাল ম্যানেজার মো. নোমান মিয়া, জেলা তথ্য অফিসের সহ তথ্য অফিসার মো. আব্দুছ ছাত্তার, সহকারী জেলা শিক্ষা অফিসার হাসিনা ইয়াছমিন, উপজেলা প্রকল্প কমিশনার নিরোদ চন্দ্র দাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক বিমল চন্দ্র ঘোষ, জেলা মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সাধারণ সম্পাদক শংকর দাস, সাংবাদিক নুরুল ইসলাম প্রমুখ।

সভায় ৬ মার্চ জাতীয় পাট দিবস উপলক্ষ্যে সকাল ৯টায় জেলা প্রশাসন প্রাঙ্গন থেকে র‌্যালী ও সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভার সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *