শিক্ষাবিদ ড. জাফর ইকবালের উপর ছুরিকাঘাত

নিজস্ব প্রতিনিধি:: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনা ঘটেছে। তার ঘাড়ে ছুরিকাঘাতের চেষ্টা হয়েছিল। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে ছুরির আঘাত তার মাথায় লেগেছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, জাফর ইকবাল বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইইই বিভাগের একটি অনুষ্ঠানে ছিলেন। সেখানে তার উপর হামলা হয়। হামলার ঘটনায় শিক্ষার্থীরা এক হামলাকারীকে আটক করে পুলিশে দিয়েছে। ওই হামলাকারীকে গণপিটুনি দেয়ায় সে অজ্ঞান হয়ে পড়েছে বলে জানা গেছে।

শাবি থেকে আমাদের প্রতিনিধি মেহেদি কবির জানান, আহত জাফর ইকবালকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে তার অস্ত্রোপচার চলছে। তিনি আরো জানান, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। জালালাবাদ থানার ওসি শফিকুর রহমান জাফর ইকবালের উপর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *