নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা’র নিয়মিত মাসিক সভা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে অনুষ্টিত হয়।
সভা জেলা শাখার সভাপতি এম. বাবর লস্করের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মোঃ লোকমান আলীর পরিচালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি আব্দুর রহমান, আশরাফ উদ্দিন রুবেল,কবির আহমদ খান,সাংগঠনিক সম্পাদক এম রফিকুল আলম,সাংস্কৃতিক সম্পাদক রকি দেব,মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল নাজ আশা,সদস্য অসিউর রহনান অসি,মনিরুল ইসলাম,হাবিব উলাহ,সামাদুল ইসলাম অপু,ইসমত ইসহাক সানজিদ,গাজী জামিল,তাহের হোসেন সহ অন্যান্যরা প্রমূখ।সভায় নগরীর ঝানজট নিরসন,ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলতে জনসাধারন কে উদ্বোদ্ধ করতে ও চালক-হেল্পারদের প্রশিক্ষন সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন কর্মসূচী গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।