কিশলয় কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সিলেট মেট্রোপলিটন পুলিশ উপ-পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ বলেছেন, শিক্ষা হচ্ছে দেহ, মন ও আত্মার সম্পূর্ণ বিকাশ সাধন। বাংলাদেশকে আধুনিক উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদেরকে যুগোপযুগী শিক্ষা দান করতে হবে। তবেই তারা দেশের কান্ডারী হিসেবে হাল ধরতে পারবে।

নগরীর ২৭নং ওয়ার্ডের পাঠানপাড়া ঐতিহ্যবাহি কিশলয় কিন্ডার গার্টেন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। গতকাল ৩মার্চ শনিবার জহির তাহির মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আসাদ খানের সভাপতিত্বে এবং কিশলয় কিন্ডার গার্টেনের শিক্ষক প্রিতেশ তালুকদার ও শিক্ষিকা আনোয়ারা বেগমের যৌথ পরিচলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহির মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীযুক্ত তমাল কান্তি দেব, কিশলয় কিন্ডর গার্টেনের প্রাক্তন প্রধান শিক্ষক শুবেন্দ্রু কুমার, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সধারণ সম্পাদক ছয়েফ খান, কিশলয় কিন্ডর গার্টেনের প্রধান শিক্ষক শমশের সিরাজ সোহেল, অভিভাবক সদস্য মোহাম্মদ আল আমীন খান ইবন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সালমা বেগম লাকি।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক মঞ্জুর আলম, সমুন চক্রবর্তী, বিপল সুত্রধর, অন্যন্যা বেগম, ফাহিমা বেগম, রহিমা বেগম, সোহেনা খানম প্রমুখ।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সহকারী শিক্ষক মাওলানা আব্দুল কাইয়ুম। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *