নিউজ ডেক্স:: বান্দরবানের রুমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ১০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার রাতে রুমার একটি আবাসিক হোটেল থেকে ছয়জন এবং সাঙ্গু নদীর ঘাট থেকে চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. আলী উল্লাহ (২৩), রহিম উল্লাহ (২৫), মো. আবদুল্লাহ (২৫), মোহাম্মদ রহিম (৪৮), মো. ইউনুস (২৫), দিলদার উল্লাহ (২০), আলী জোহর (২০), ফারুক হোসেন (২১), মো: সাদেক (১৯) এবং মো. হাসান (১৮)।
পুলিশ জানায়, তারা বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ওসি শরিফুল ইসলাম জানান, আটককৃত রোহিঙ্গারা সবাই কক্সবাজার কুতুপালং শরণার্থী ক্যাম্প থেকে রুমায় পালিয়ে এসেছে। শুক্রবার প্রশাসনের মাধ্যমে আটককৃতদের কুতুপালং ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।