বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি বামছাস কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা ও রাস গ্রন্থ -৬ এর উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫নভেম্বর) বিকেলে সিলেট নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হল রুমে এই আলোচনা সভা ও গ্রন্থ উন্মোচন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি (বামছাস) কেন্দ্রীয় কমিটির সভাপতি ময়েংবম মুকেশ এর সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক কোংখাম ইচেল থৈবা এর পরিচালনায় প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান প্রফেসর ড. তোফায়েল আহমদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এন.এম এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান এল নন্দলাল সিংহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হলিসিটি পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মোঃ সাইফুল করিম চৌধুরী করিম চৌধুরী হায়াত, বাংলাদেশ বেতার সিলেট এর বিশিষ্ট সজ্ঞীতজ্ঞ নীলমনি সিংহ, নির্ঝরিণী সঙ্গীতাঙ্গনের পরিচালক বিধান কুমার সিংহ। সার্বিক সহযোগিতা করেন যুক্তরাষ্ট্র প্রবাসি ও বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি (বামছাস) এর প্রধান উপদেষ্টা অসেম সত্যজিত সিংহ।
বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি এর উদ্যোগে আলোচনা ও রাস-৬ গ্রন্থ উন্মোচন অনুষ্ঠিত
কমেন্ট
