এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে চালিয়ে  ভারতীয় kitkat চকলেট’সহ ০১ জন’কে গ্রেফতার

সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের অভিযান চালিয়ে  ১,০০,৮০০/- (এক লক্ষ আটশত) টাকার ভারতীয় kitkat চকলেট ও একটি সিএনজিসহ ০১(এক) জন গ্রেফতার করেছে পুলিশ। 

গতকাল মঙ্গলবার ০৪/১১/২০২৫ খ্রিঃ রাত ২০.৩০ ঘটিকায় এসআই (নিঃ) – অর্জুন চৌধুরী  সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন ০৩ নং খাদিমনগর ইউনিয়নের ধোপাগুল পয়েন্টস্থ শহীদ মিনারের সামনে সিলেট হতে কোম্পানীগঞ্জগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে ৬,৭২০ পিস ভারতীয় kitkat চকলেট’সহ আটক করেন।বাজার যার আনুমানিক মূল্য ১,০০,৮০০/- (এক লক্ষ আটশত) টাকা ও একটি সিএনজি যার রেজি নং-সিলেট-থ-১১২০৪১, চেসিস নং: AAFBCK28238, ইঞ্জিন নং: AAMBCK38682,সহ আসামী আম্বিয়া (২১) পিতা-মতছির আলী, সাং-ফকাস, থানা গোয়াইনঘাট জেলা-সিলেট‘কে আটক করেন। উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা নং-০২, তারিখ-০৫/১১/২০২৫খ্রিঃ, ধারা- 25B(1)(b)/25D The special power Act 1974; রুজু হয়।

তবে আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *