বিএনপির প্রাথমিক মনোনয়প্রাপ্তদের মিফতাহ সিদ্দিকীর অভিনন্দন, একযোগে কাজ করার আহবান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৪টি আসন সহ সারাদেশে ২৩৭টি আসনে প্রাথমিকভাবে বিএনপির মনোনীত সকল প্রার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, সিলেট বিভাগের এই ১৪ টি আসন সহ সকল আসনে যারা দীর্ঘদিন থেকে বিএনপি প্রার্থী হওয়ার জন্য মাঠে কাজ করেছেন, আন্দোলন সংগ্রামে লড়াই করেছেন তারা প্রত্যেকেই প্রার্থী হওয়ার যোগ্য। কিন্তু সবাইকে তো আর মনোনয়ন দেয়া সম্ভব নয়। আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বিক বিষয় বিবেচনা করে এসব আসনে প্রাথমিকভাবে একজন করে প্রার্থী মনোনিত করেছেন। এটি আমাদের দলের সর্বোচ্চ ফোরামের সিদ্ধান্ত। তাই দল ও দেশের বৃহত্তর স্বার্থে যারা মনোনয়ন চেয়েছিলেন তারা সহ সবাইকে দল মনোনীত প্রার্থীর পক্ষে একযোগে মাঠে কাজ করতে হবে। আমাদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই অমর উক্তি মনে রাখতে হবে ‘ব্যাক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়’।
আমাদেরকে আরো মনে রাখতে হবে যে ধানের শীষ কোন ব্যাক্তির প্রতীক নয়, এটি বিএনপির প্রতীক, এটি বেগম খালেদা জিয়ার প্রতীক, এটি তারেক রহমানের প্রতীক। তাই আসুন, আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাই ধানের শীষের পক্ষে কাজ করি, আগামী নির্বাচনে প্রতিটি আসনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করে আমাদের নেতা তারেক রহমানের হাতে তুলে দেই।
কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *