সাইক্লোনের সাহিত্য আসর নতুন প্রজন্মের লেখকদেরকেও সমৃদ্ধ দেশ -জাতি গঠনে কলম চালাতে হবে

আমাদের পূর্বসূরি লেখকদের সাহিত্যকর্ম পর্যালোচনায় আমরা দেখতে পাই তাদের লেখায়  দেশপ্রেম এবং দেশকে সমৃদ্ধ করার অনুপ্রেরণা রয়েছে। ঠিক একই ধারাবাহিকতায় নতুন প্রজন্মের লেখকদেরকেও দেশপ্রেমিক হতে হবে এবং সমৃদ্ধ দেশ ও জাতি গঠনে নিজ নিজ অবস্থান থেকে কলম চালাতে হবে।
সাইক্লোন কেন্দ্রীয় সাহিত্য সংসদ-এর ৩২৯ তম সাহিত্য আসরে বক্তারা এসব কথা বলেন। গত সোমবার ২০ অক্টোবর সন্ধ্যায় কেমুসাস সাহিত্য আসর কক্ষে সাইক্লোনের কার্যকরি পরিষদ সদস্য শিক্ষাবিদ সৈয়দ রেজাউল হকের সভাপতিত্বে এবং ছড়াকার সাজ্জাদ আহমদ সাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত আসরে স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের সভাপতি এবং দৈনিক সুরমা মেইলের সাহিত্য সম্পাদক মোয়াজ আফসার। অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন কেমুসাসের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু। আসরের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ছড়াকার মো. নুরুল ইসলাম রাফি।

আসরে লেখা পাঠে অংশ নেন কবি ও সাইক্লোনের সাধারণ সম্পাদক  ইশরাক জাহান জেলী, কবি  ছয়ফুল আলম পারুল,  কবি মাহফুজ জোহা, কবি কামাল আহমদ, প্রবীণ লেখক মকসুদ আহমদ লাল, আব্দুল্লাহ আল জুনাইদ, তোফায়েল চৌধুরী প্রমুখ। আসরে গান পরিবেশন করেন গীতিকবি কুবাদ বখত চৌধুরী রুবেল।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *