পুলিশ কমিশনারের সাথে এলডিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নবাগত সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস পিপিএম এর সাথে এলডিপি জেলা ও মহানগর কমিটির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

গতকাল ১৪ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি তারিখে দুপুর ১টা, নবাগত পুলিশ কমিশনার মহোদয়কে এলডিপি জেলা কমিটি ও মহানগর কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সভায় সিলেট নগরীকে একটি সুন্দর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চুরি, ছিনতাই, রাহাজানি, মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি বন্ধ করার দাবি জানানো হয়। একইসাথে সকল রাজনৈতিক দলের সম্প্রীতি বজায় রেখে মিলেমিশে বসবাস ও প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করা হয়।
সৌজন্য সাক্ষাতে এ সময় উপস্থিত ছিলেন,
এলডিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার প্রেসিডেন্ট, সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সাবেক ও বর্তমান সংসদ সদস্য পদপ্রার্থী সায়েদুর রহমান চৌধুরী রুপা, এলডিপি সিলেট জেলার সেক্রেটারি ও সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী (সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার) মাওলানা নুরুল আমিন নিয়াজী, বিশিষ্ট সমাজসেবক, দারুল খিদমাহ ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি ও বিডিআর অবসরপ্রাপ্ত সুবেদার আবুল হোসেন, এলডিপি সিলেট মহানগর কমিটির প্রেসিডেন্ট ও সংসদ সদস্য পদপ্রার্থী (সিলেট-৪, কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর) মোজাম্মেল হোসেন লিটন, এলডিপি সিলেট মহানগর কমিটির জয়েন্ট সেক্রেটারি শুয়েব আহমদ,সাক্ষাৎকার শেষে এলডিপি নেতৃবৃন্দ কমিশনার মহোদয়ের আন্তরিকতা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রেস বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *