কক্সবাজারে স্বামীকে খুন করে স্ত্রীকে ধর্ষণ, ঘাতক বিরেল চাকমাকে আটক

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :   কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নে স্বামীকে খুন করার পর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় ঘাতক বিরেল চাকমাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে ইউনিয়নের উত্তরন আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়। খুনের শিকার ব্যক্তি রঞ্জন চাকমা ও ঘাতক বিরেল চাকমার বাড়ি রাঙ্গামাটি জেলায়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে উত্তরণ আবাসিক এলাকায় বসবাস করে আসছিলেন বিরেল চাকমা (৫৫)। কক্সবাজারের একজনের কাছে পাওনা টাকা আদায়ের জন্য রঞ্জন চাকমা ও তার স্ত্রী বিরেল চাকমার বাড়িতে ওঠে। এরপর থেকে রঞ্জন চাকমার স্ত্রীকে কু প্রস্তাব দিয়ে আসছিল বিরেল চাকমা।

গতরাতে বিরেল চাকমা ও রঞ্জন চাকমা একসাথে মদ্যপান করতে বসে। একপর্যায়ে রঞ্জন চাকমার স্ত্রীকে ঘর থেকে বের হয়ে যেতে বললে এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে বিরেল চাকমা ধারালো দা দিয়ে রঞ্চনের মাথায় আঘাত করে খুন করার পর তার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে।

পরে তার স্ত্রী কৌশলে বাইরে গিয়ে স্থানীয়দের খবর দিলে তারা বিরেল চাকমাকে বেধে রাখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *